গতিয়া আজিজুল হক উচ্চ বিদ্যালয়
প্রতিষ্ঠাকাল - ১৯৭৫ খ্রিঃ


  • ইতিহাস
  • ফেনী জেলার ছাগল নাইয়া উপজেলার  মুহুরী নদীর তীর ঘেসে উত্তর পশ্চীম এ গতিয়া আজিজুল হক উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বঙ্গ বন্দু সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য এই উদ্যেগ নেওয়া হয়। স্কুল জম্মলগ্নে ছিলেন খোন্দকার মোজাম্মেল হক সমমনা বিদ্যানুরাগী ব্যক্তিত্ব এনামূল হক খোন্দকার, খোন্দকার আব্দুল হাই,আবু আহম্মদ কন্ট্রাকটর  আনা মিয়া সওদাগর, আজিজুল হক ফরাজী, আব্দুল কুদ্দুস ফরাজী,সামসুল হক মজুমদার,আবু তাহের ভূঞাঁ, ওবায়দুল হক  ভূঞাঁ, আমিন আহাম্মদ মজুমদার, কফিল উদ্দিন খোন্দকার,আব্দুল হাই আলহেলাল, জাফর আহাম্মদ ভূঞাঁ,আবুল হাসেম খোন্দকার,আব্দুল  হাই আলআযাদ,সাহাদাত হোসেন ভূঞাঁ,হাজী লুতফুর রহমান ফরাজী,আবু আহাম্মদভূঞাঁ, মুলকুতের রহমান সওদাগর,আবু ছৈয়দ মোহাঃ সামছুদ্দিন,মৌলভী মনির আহাম্মদ,হেঞ্জুমিয়া,ছৈয়দের রহমান ম্যানাজার,হাজি জমিদার চৌঃ,হাজি মোহাঃসাদেক মহিউদ্দিন চৌধূরী- প্রধান শিক্ষক (আলী আকবর উচ্চ বিদ্যালয়),আব্দুল মুমিন- প্রধান শিক্ষক (ছাগলনাইয়া বালিকা উচ্চ বিদ্যালয়) প্রমুখ গুণীজনের সহায়তা প্রতিষ্ঠিত বিদ্যালয়টি আজ এলাকায় শিক্ষা প্রসারে অপরিহার্য প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এলাকাবাসী পাঠানগড়  পূর্ব,পূর্বসোনাপুর,দক্ষীন সতর এবং উত্তর সতর গ্রামের সকল জনগনের সার্বিক সমর্থণ ও সর্বাত্বক সহযোগিতা প্রতিষ্ঠিত হয়ে এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে আজ অত্র বিদ্যালয় শিক্ষিত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

  • কপিরাইট © 2024 গতিয়া আজিজুল হক উচ্চ বিদ্যালয় সমস্ত অধিকার সংরক্ষিত.
    ডেভেলপ করেছে  স্কিল বেসড আইটি